- - সাম্প্রতিক - -

ছবিঃ ফ্রি চিকিৎসা সেবা

ছবিঃ অনুষ্ঠানের শুভ উদ্ভোদন

ছবিঃ অনুষ্ঠানের মহান অতিথি বরণ

ছবিঃ জনাব সালাউদ্দীন হোসেন চৌঃ বক্তব্য

ছবিঃ জনাব জোবায়ের সাহেবের বক্তব্য

**সম্পূর্ণ অনুষ্ঠানের আপডেটস পেতে আমাদের ফেইসবুক পেইজ ভিজিট করুন। আমাদের পেইজের লিংকঃ মুক্তি খেলাঘর

- - আমাদের সেবা সমূহ - -

শিক্ষা

'শিক্ষার আলো,ঘরে ঘরে জ্বালো!' এই স্লোগানটি অনুসরণ করে "মুক্তি খেলাঘর" গ্রামীণ পর্যায়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও একটি নিরক্ষর সমাজ গঠন করতে অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করে চলেছে।

সংস্কৃতি

'“গ্রামছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে ” গ্রামের সবকিছুই ভালো লাগে। গ্রামীণ ঐতিহ্য,সংস্কৃতি আমাদের মনে প্রসন্নতাবোধ জাগিয়ে তুলে। মুক্তি খেলাঘর এইসব ঐতিহ্য-সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে প্রতিবছর বিশেষ দিনে এইসব ঐতিহ্য-সংস্কৃতি চর্চা করে।

ক্রীড়া

কৈশোরের খেলাধুলার মধ্যে আমরা খুঁজে পায় বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি। ছোটবেলায় আমরা অনেক কিছুই করতে ভালবাসতাম। নির্দিধায় বলা যায় খেলাধুলা করাটাও সবারই প্রিয় ছিল। অনেক ধরনের খেলাই আমরা খেলেছি যেমন এক্কাদোক্কা, ইচিং বিচিং, কানামাছি, দড়ি খেলা, মার্বেল, হা-ডু-ডু, চাকা খেলা, ডাঙগুলি, বউচি, ঘুড়ি উড়ানোসহ হরেক রকমের খেলা। কিন্তু কালের অতলে হারিয়ে যাচ্ছে আমাদের দেশের ঐতিহ্যবাহী খেলাগুলো। দিনে দিনে নতুন প্রজন্মের কাছে তা অধরাই রয়ে যাচ্ছে। তাই মুক্তি খেলাঘর সেইসব কৈশোরের খেলাধুলাসহ আমাদের দেশীয় গ্রামীন ঐতিহ্যগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

মুক্তি খেলাঘরের ইতিহাস

বর্তমান সময়ে কম-বেশি সকলে "মুক্তি খেলাঘর" চেনেন জানেন। কিন্তু আমরা অনেকই মুক্তি খেলাঘরের ইতিহাস সম্পর্কে অবগত নই। তাই চলুন আজ আমরা ছোট করে মুক্তি খেলাঘরের ইতিহাস সম্পর্কে জেনে নিই। ১৯৮৯ সালে তৎকালীন দক্ষিণ কাঞ্চনা গ্রামের সচেতনত যুবক একত্রিত হয়ে শিক্ষা,সংস্কৃতি ও ক্রীড়ার মধ্যে দিয়ে গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে "মুক্তি খেলাঘর" নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ধাপে ধাপে সংগঠনের কার্যক্রমের সুনাম গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে পুরো চট্টগ্রাম শহর ছড়িয়ে পড়ে। হঠাৎ এক অনাকাঙ্কিত কারণে সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় দীর্ঘ ১০/১২ বছর কার্যক্রম পুরোপুরি বন্ধ হওয়ার ফলে একটা সময় এসে সংগঠন বিলুপ্ত হয়ে যায়।

২০১৮ সালের শেষের দিকে এসে গ্রামের মুষ্টিমেয় কিছু যুবক গ্রামের সবাইকে একত্রিত করে সাংস্কৃতিক, ক্রীড়া ও গ্রামের সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্র-ছাএীদের সুশিক্ষিত করার লক্ষ্যে "বাতিঘর" নামে নতুন একটি সংগঠন স্থাপনের উদ্যোগ নেন। পরে গ্রামের সকলের সম্মতিতে ২০১৯ সালে নতুন কমিটির মধ্যে দিয়ে মুক্তি খেলাঘর পুনঃ স্থাপন হয়। যদিও শুরুর যাত্রাটি খুব একটা ভালো ছিলো না কিন্তু সকলের সাহায্য সম্প্রতি একতার মধ্যে দিয়ে আমরা নতুন করে আগানোর অনুপ্রেরণা পাই।

মুক্তি খেলাঘরের মূল উদ্দেশ্য গ্রামের সকল সুবিধা বঞ্চিত গরীব অসহায় পরিবারকে শতভাগ সহযোগিতা করা। শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া মধ্যে দিয়ে গ্রামকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। আমাদের সকল কার্যক্রমে আপনারা সবাই সার্বিক সহযোগিতা করে পাশে থাকবেন এটাই আমাদের প্রার্থনা। আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন সুখে দুঃখে সর্বদা সবার পাশে থাকতে পারি।

- - ধন্যবাদান্তেঃ মুক্তি খেলাঘর পরিচালনা কমিটি - -

আপনি কি সেবা করতে চান?

তাহলে আজই যোগ দিন মুক্তি খেলাঘরের একজন সেচ্ছাসেবক হিসেবে।

"মুক্তি খেলাঘর" -- একটি গ্রামীণ শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন। আমরা একটি সুশীল সমাজ গঠন করতে চাই। ধনী-গরীব ভেদাভেদ না করে সবার সেবা করায় আমাদের মূল লক্ষ্যে। এই লক্ষ্যে সাধনে আমার আপনার সবার সাহায্যে একান্ত কাম্য। তাই আমাদের এই উদ্দেশ্য সাধনে আমাদের সাথে যোগ দিন সেচ্ছাসেবক হিসেবে আর সুযোগ পান দেশ ও দশের সেবা করার। সেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে নিচের বাটনে ক্লিক করে সকল ডাটা দিয়ে আমাদের সহায়তা করুন।

- - পরিচালক পরিচিতি - -

মুক্তি খেলাঘর পরিচালনায় সম্মানিত সদস্য

জুয়েল তালুকদার

সভাপতি

রবিন পালিত

সাধারণ সম্পাদক

চিন্ময় দাশ

অর্থ সম্পাদক

মুক্তি খেলাঘর নিয়ে গুণীদের কিছু কথা

আমাদের ঠিকানা

জোটপুকুরিয়া বাজার সংলগ্ন,
দক্ষিণ কাঞ্চনা,সাতকানিয়া

মোবাইল নং

01610243375

ই-মেইল

muktikhelaghor@gmail.com

আমাদের সাথে যোগাযোগ করতে চান ?

যেকোনো ধরনের মন্তব্য,অভিযোগ,পরামর্শ অথবা কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে আমাদের বার্তা প্রেরণ করুন। আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো।

মুক্তি খেলাঘর

“মুক্তি খেলাঘর” একটি নন-প্রোফিটেবল গ্রামীণ শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া মূলক সংগঠন। এইটি চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিণ কাঞ্চনা গ্রামে অবস্থিত। এইটি গ্রাম বাংলার পুরোনো ঐতিহ্য ও সংস্কৃতি চর্চায় কাজ করছে। গ্রাম বাংলার সেই পুরোনো সংস্কৃতি-ক্রীড়া এইসব এখন বিলুপ্তির পথে। এই ঐতিহ্যকে ধরে রাখতে “মুক্তি খেলাঘর” সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া গ্রামীণ পর্যায়ে শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতেও কাজ করে যাচ্ছে মুক্তি খেলাঘর। গ্রামের অনেক ছেলে-মেয়ে আছে যারা অত্যন্ত মেধাবী কিন্তু আর্থিক সমস্যার কারণে পড়ালেখা থেকে পিছিয়ে পড়ছে। মুক্তি খেলাঘর এইসব শিশুদের পরিসংখ্যান বের করে তাদেরকে শিক্ষাসামগ্রী ও আর্থিকভাবে যথেষ্ট সাহায্য করে যাচ্ছে।

আমাদের সাথে যোগাযোগ করুন

দক্ষিণ কাঞ্চনা, সাতকানিয়া, চট্টগ্রাম

01850766789

muktikhelaghor@gmail.com

প্রতিদিন বার্তা পান

স্বত্ব © মুক্তি খেলাঘর. ডিজাইন ও প্রকাশকঃ Suprio Das || CEO of Web Dev Force